৩০ দিন আরএকে সিরামিকের আংশিক উৎপাদন বন্ধ

পুঁজিরবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকের উৎপাদন সহায়ক প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেডের বিদ্যুতের রক্ষণাবেক্ষনের কাজের জন্য ৩০ দিন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেড হচ্ছে আরএকে সিরামিকের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। আরএকে পাওয়ার প্রাইভেটের বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য আরএকে সিরামিকের উৎপাদন ২১ ডিসেম্বর থেকে ৩০ দিন বন্ধ থাকবে।

কোম্পানিটির ৪ টাইলেসের মধ্যে ৩ নম্বর এবং ৪ নম্বর লাইনের উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকবে। ১ নম্বর লাইনের উৎপাদন ৫০ শতাংশ এবং ২ নম্বর লাইনের উৎপাদন ১০০ শতাংশ কার্যকর থাকবে। স্যানেটারি পণ্য উৎপাদন ক্ষমতা ৭০ শতাংশ কার্যকর থাকবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, পাওয়ার প্লান্টের কাজ সম্পন্ন হলে উৎপাদনের বিষয়টি জানিয়ে দেয়া হবে।