‘৩০ লাখ নতুন সংযোগ দেবে পল্লী বিদ্যুৎ’

আজকের বাজার ডেস্ক: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোডের্র (আরইবি) তালিকায় ২০১৭ সালে নতুন করে প্রায় ৩০ লাখ গ্রাহক যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ সোমবার,২৪এপ্রিল রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে তিনি জানান, আরইবি বিগত আট বছরে ১ কেটি ৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এছাড়া ২০১৭ সালের মধ্যে আরো ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, আরইবি বিদ্যুতের সিস্টেম লস ১১ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। আরইবি ২০১৬-২০১৭ অর্থ বছরের মধ্যে ছয়টি সোলার চার্জিং ষ্টেশন স্থাপন এবং ১১ হাজার প্রি-পেইড মিটার স্থাপন করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সরকার ভিশন-২০২১ এর মধ্যে সকল নাগরিককে বিদ্যুতের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিদ্যুতের লোড শেডিং যন্ত্রণা থেকে দেশবাসী মুক্তি পেয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আরইবি কোয়লিটি প্রি-পেইড মিটারিং প্রকল্পের অধিন নিজ সদর দপ্তরের মাস্টার ইনফরমেশন ও সফটওয়ার সেন্টার স্থাপন করেছে।

এদিকে আরইবির কর্মকর্তাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, ২০১৮ সালের মধ্যে ১৭৬টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতোমধ্যেই ১ লাখ ৭৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে। দেশে বর্তমানে ৭৬ শতাংশ লোক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়িয়েছে ক্যাপটিভ পাওয়ারসহ ১৫ হাজার ১৭৬ মেগাওয়াট।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটি বলছে, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। এরপর ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন ৩৬৫ মেগাওয়াট, ১৭৬৩ মেগাওয়াট, ৯৫১ মেগাওয়াট, ১১৬৩ মেগাওয়াট, ৫৮৩ মেগাওয়াট এবং ১,৯৯৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/২৪এপ্রিল,২০১৭