সিনেমায় যাওয়ার আগে হাওরবাসীর পাশে দাঁড়াতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জননপ্রিয় অভিনেত্রী পরীমনি।
গত ২৮ এপ্রিল তাঁর অভিনীত ‘আপন মানুষ’ শিরোনামের সিনেমাটি মুক্তি পাবার পর নিজের সিনেমার প্রচারণার পরিবর্তে পরীমনির নিজস্ব ফেজবুকে ওয়ালে এমনই এক মানবিক স্ট্যাটাস দিয়েছেন।
রোববার ৩০ এপ্রিল এক স্ট্যাটাসে পরী লিখেন, আমার অভিনীত আপন মানুষ সিনেমাটি এমন সময় মুক্তি পেয়েছে যখন সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের মানুষের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। স্বভাবতই এবারের আনন্দটা সেভাবে উদযাপন করতে পারছি না। তাদের জন্য অনেক বড় কিছু করতেও পারছি না। কতটুকুইবা করার থাকতে পারে আমার মতো মানুষের! তবু আমার মতো করে চেষ্টা করছি। আমার স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের এইবার আমার সিনেমা দেখার জন্য আহ্বান করার আগে বলব, হাওরবাসীর পাশে দাঁড়ান। তাদের চোখে-মুখে আনন্দের ঝলক নিশ্চিত করার পর সিনেমা হলে আসুন। আমাদের আসল হিরো হিরোইনদের রা করুন। আমরা তো প্রতীকী হিরো-হিরোইন।
শাহ আলম মন্ডল পরিচালিত ‘আপন মানুষ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত শ্রাবন শাহ। সিনেমাটি বেশ ভালোই চলছে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।
আজকের বাজার: আরআর/৩০ এপ্রিল ২০১৭