পুজিবাজারে তালিকাভুক্ত এমএল ডাইংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন তারিখ অনুযায়ী কোম্পানির এজিএম আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায়, তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্ট, স্কয়ার মাস্টার বাড়ি, জামিরদাই, ভালুকা, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটির এজিএম ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সভায় অনুমোদিত হতে পারে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।