তাইওয়ানের হুয়ালিন কাউন্টি উপকূলে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২১ মিনিটে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। চায়না আর্থকোয়ার্ক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) একথা জানায়। খবর সিনহুয়ার।
সিইএনসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩.৭১ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১২১.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে।
তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প
