চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন। তার জন্য "ও পজেটিভ (O+)" রক্তের প্রয়োজন। যারা রক্ত প্রদানে আগ্রহী তারা- ০১৬৮৯৫৭৯৫৫৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
পি এ কাজলের ঘণিষ্ঠ শাহ ওয়ালিদ আকরাম জানান, লিভার সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন থেকেই ভুগছিলেন পি এ কাজল।
বৃহস্পতিবার ৪ মে সকালে তাকেশিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হলে বিকেলে সিসিইউতে নেয়া হয়। তিনি ড. মফিজুর রহমানের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন।
চলচ্চিত্র পরিচালক পি এ কাজল চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন।
আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭