ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনী নিহত হয়েছে।
উভয়পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
ফিলিস্তিনের সরকারি ওয়াফা বার্তা সংস্থা থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা বুধবার ভোরে তুবাসে প্রবেশ করে এবং এক তরুণকে হত্যা করে।
ইসরায়েলি সেনাবাহিনী থেকে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনী তামুন শহরে কয়েকটি সন্ত্রাসী স্থাপনায় বিমান হামলার কথাও জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমতীরে সহিসংতা বেড়েছে। এ সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬২১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া এ সময়ে অন্তত ১৮ ইসরায়েলি প্রাণ হারিয়েছে। (বাসস ডেস্ক)