তারকাদের পোশাক বিড়ম্বনায় পড়ার ঘটনা নতুন নয়। হলিউড-বলিউডের অনেক জনপ্রিয় তারকারা বিভিন্ন সময় পোশাক বিড়ম্বনায় পড়েছেন। এবার এমনই বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ক্যাটরিনা।
সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড ২০১৭-এর সংবাদ সম্মেলনে হাজির হন ক্যাট। নিজের অজান্তে ক্যাটের পোশাকের ফাঁক বেড়িয়ে গেলে এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ে ক্যাটের অন্তর্বাস ও শরীরের কিছু অনাবৃত দৃশ্য। পরে ক্যাট আলোকচিত্রীকে অনুরোধ করলে সেই ছবিটি ক্যামেরা থেকে মুছে ফেলা হয়।
ক্যাট এখন সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি দুবাইয়ে সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং শেষ হয়েছে। জুলাইয়ে পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।
আজকের বাজার : এসএ/এলকে ০৬ জুন ২০১৭