গতরাত থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। পোর্ট অব স্পেনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির কারনে খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করে দিন শেষে ১ উইকেটে ৪৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৪৩ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার আইডেন মার্করাম ও টনি ডি জর্জি।
১৪তম ওভারের প্রথম বলে মার্করামকে (৯) বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম সাফল্য এনে দেন পেসার জেসন হোল্ডার। এরপর জর্জি ও ট্রিস্টান স্টাবস ১১ বল খেলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা।
২টি করে চার-ছক্কায় ৫২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জর্জি। অপরপ্রান্তে স্টাবস ৫ বলে ২ রানে অপরাজিত আছেন ।ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ২ রানে ১ উইকেট নেন। (বাসস)