দুটি টেস্টে মাত্র একজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরির গণ্ডি পার হতে পেরেছেন। টেস্ট ক্রিকেটে এইরকম চরম বিপর্যয় আগে কখনও আসেনি ক্যারিবিয়ান ব্যাটিংয়ে। ভারতের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার মূল কারণ যে ব্যাটিং–ব্যর্থতা, স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
কোনও টেস্টে একটা দলের ব্যাটিং গড় ১৪.৯৫! ক্যারিবিয়ান ব্যাটিং ইউনিটের এটাই সবথেকে খারাপ নিদর্শন। দুঃসময় থেকে বেরিয়ে আসার রাস্তাও খুঁজে পাচ্ছেন না অধিনায়ক হোল্ডার। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর তিনি বলেন, ‘দুটি টেস্টেই আমরা পরিপূর্ণ ক্রিকেট খেলতে পারিনি। অবশ্যই হতাশাজনক। আমাদের আরও রান করতে হবে। কীভাবে ব্যাটিংয়ের হাল ফিরবে জানি না। সবাইকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’
ব্যাটিং–প্রতিভা উঠে না আসার জন্য পরিকাঠামো ও মানসিকতাকে দায়ী করেন হোল্ডার। তাঁর কথায়, ‘আমাদের পছন্দের কোনও জায়গা নেই। সেভাবে ব্যাটসম্যান উঠে আসছেন না। ক্রিকেটারদের উন্নতির দিকে নজর দিতে হবে। ক্রিকেটার তৈরি করছি, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এটাও নিশ্চিত করতে হবে যে, সফল হওয়ার জন্য ক্রিকেটাররা সঠিক পথে এগোচ্ছে। উন্নতির জন্য অনেককিছু করার আছে। ব্যাটসম্যানদের জন্য কয়েকটা ক্যাম্প করতে হবে। বোলারদেরও ক্যাম্পের প্রয়োজন আছে।’ ক্যারিবিয়ান ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি ক্ষতি করছে বলে মনে করছেন হোল্ডার। ক্রিকেটারদের উন্নতির জন্য পরিকাঠামোর বদল দরকারও বলে তিনি মনে করছেন। হোল্ডারের মনে হয়েছে, ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মানের আকাশ–পাতাল পার্থক্য রয়েছে, বিশেষ করে ব্যাটিং বিভাগে। তিনি বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং সমস্যার দ্রুত সমাধান হবে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়ার জন্য ক্রিকেটার তৈরি করতে হবে। ফ্র্যাঞ্চাইজি লেভেল ও প্রথম শ্রেণির ক্রিকেটে জোর দিতে হবে। টেস্ট ক্রিকেটে সফল হওয়ার জন্য অভিজ্ঞতার দরকার। আমাদের ধৈর্য ধরতে হবে, ধারাবাহিকতা দেখাতে হবে।’
ব্যাটসম্যানদের দুষলেন হোল্ডার
