জেলার গাংনী পৌর নির্বাচনে আজ শনিবার সকাল ৮ টার সময় ইভিএম (ইলেক্ট্রনিকস ভোটিং মেশিন) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করছে।
পৌর এলাকার ৯টি কেন্দ্রে ৬১টি বুথে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিজিবি, আনসার দায়িত্ব পালন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পর বক্তব্য দিলেও এখন পর্যন্ত কেই কোন অভিযোগ দাখিল করেননি।
পৌরসভায় এবারে মোট ২০ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছেন।
মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে
