ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী জুটি বেঁধেছেন নতুন চলচ্চিত্রে। যৌথভাবে কলকাতার জয়দেব মুখার্জি ও ঢাকার অনন্য মামুন নির্মাণ করবেন ‘চালবাজ’ নামের এই ছবিটি।
সিনেমাটির কলকাতার লগ্নিকারক সংস্থা এসকে মুভিজ। মঙ্গলবার প্রতিষ্ঠানটি উদযাপন করছে প্রতিষ্ঠার ২৯ বছর। এই বিশেষ দিনে দুটি ছবির মহরত করেছে প্রতিষ্ঠানটি। যার একটি ‘চালবাজ’। তবে কলকাতার মহরতে উপস্থিত ছিলেন না শাকিব।
এদিকে ছবিটির মহরত অনুষ্ঠানে শাকিবকে মিস করেছেন নায়িকা শুভশ্রী। ফেসবুকে নিজের অফিশিয়াল পাতায় চালবাজ, নিউ মুভি, মহরত পূজা হ্যাসট্যাগ দিয়ে শুভশ্রী লেখেন, ‘মিসিং মাই হিরো শাকিব খান।’
আগামী ২০ জুন থেকে যুক্তরাজ্যে শুরু হবে ‘চালবাজ’-এর শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।
আজকের বাজার: আরঅার/ ২৪ মে ২০১৭