পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাহাব উদ্দীন (১৬) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ি গ্রামের একরামুল হকের ছেলে ও মধুপুর নয়াদিঘি এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা যায় সে ইংরেজি বিষয়ে ফেল করেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, সোমবার দুপুরে ফলাফল শোনার পর বিকালে সে গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের লোকজন তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।