অক্টোবর মাসে লঞ্চ হচ্ছে হুয়াওয়ে-এর ফোল্ডেবল স্ক্রিনের ফোন মেট এক্স। চলতি বছরের ফেব্রুয়ারিতে হুয়াওয়ে মেট এক্স -এর টিজার লঞ্চ হয়েছিল। তারপর থেকেই এই ফোনের দিকে তাকিয়ে স্মার্টফোন উত্সাহীরা। এদিকে অক্টোবরের শেষেই বাজারে আসার কথা স্যামস্যাং গ্যালাক্সি ফোল্ড-এরও। কোন ফোল্ডেবল ফোন বাজারে প্রথম আসবে, এখন সেই দিকেই তাকিয়ে বিশ্ব।
তবে, স্যামস্যাং-এর সঙ্গে টক্করে কিছুটা হলেও এগিয়ে হুয়াওয়ে মেট এক্স। স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে হুয়াওয়ে তাদের রীতি বজায় রেখে স্মার্টফোনের দাম স্যামস্যাং-এর তুলনায় কম রাখবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনব প্রযুক্তির ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছিল হুয়েই। চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনব প্রযুক্তির ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছিল হুয়েই। প্রযুক্তি মেলায় ফোনের পোস্টার ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফোনের আকর্ষণীয় বিষয় নি:সন্দেহে ফোল্ডেবল স্ক্রিন। মাঝ বরাবর ভাঁজ করা যাবে হুয়াওয়ে মেট এক্স-এর P-OLED স্ক্রিন। ফেব্রুয়ারিতে স্যামস্যাং ওই প্রযুক্তির একটি ফোন প্রকাশ্যে আনে। Galaxy Fold মডেলের সেই ফোনের স্ক্রিনও মাঝ বরাবর ভাঁজ করা যায়। গ্যালাক্সির ফোন প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই হুয়েই তাদের এই নতুন ফোনের টিজার প্রকাশ করে। স্যামসাঙের ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে থাবা বসানো যে হুয়েই-এর লক্ষ্য তা বলাই বাহুল্য।
হুয়াওয়ে মেট এক্স-এর সঙ্গে স্যামস্যাং গ্যালাক্সি ফোল্ড-এর সঙ্গে মূল পার্থক্য স্ক্রিনের ভাঁজের ধরনের দিক দিয়ে। স্যামসাঙের ফোল্ডেবল ফোনের স্ক্রিন ভিতরের দিকে ভাঁজ হয়। অন্যদিকে হুয়াওয়ে মেট এক্স-এর ফোল্ডেবল স্ক্রিন বাইরের দিকে ভাঁজ হয়।