অক্টোবরে রেমিটেন্স বেড়েছে ৩০ কোটি ডলার

প্রবাসী আয়ে কিছুটা গতি এসেছে। চলতি অর্থবছরের অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে। এ মাসে রেমিটেন্স এসেছে ১১৫ কোটি ৯০ লাখ ডলার; যা সেপ্টেম্বর মাসের চেয়ে ৩০ কোটি ডলার বা ৩৫ শতাংশ বেশি। এটি গেল অর্থবছরের একই মাসের চেয়ে প্রায় ১৫ কোটি ডলার বা সাড়ে ১৪ শতাংশ বেশি। একইভাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় ২৯ কোটি ডলার বা ৭ শতাংশ।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক থাকার পর হঠাৎ এক লাফে ৩০ কোটি ডলার বেড়েছে। এটা নি:সন্দেহে ইতিবাচক। এতে করে রেমিটেন্সের সুদিন ফিরে আসছে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন,সম্প্রতি রেমিটেন্স কমে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক ও সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তারই সুফল আসতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স আসে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার। আর অক্টোবরে এসেছে ১১৫ কোটি ৯০ লাখ ডলার। মূলত ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুসহ বাড়তি কেনাকাটার কারণে আগস্ট মাসে বেশি রেমিটেন্স এসেছিল।

এদিকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিটেন্স এসেছে ৪৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪২৫ কোটি ৬৭ লাখ ডলার। সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৯ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় ৬ দশমিক ৮৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে ১ কোটি ৫ লাখ ডলার।

তথ্যে আরও দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবরে ৮৫ কোটি ১১ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৩০ লাখ ডলার।

আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭