প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক ভাষা রয়েছে যা দিয়ে শুধুমাত্র কথা বলা যায়। কিন্তু লেখা যায় না। সেই ভাষাগুলো বাংলায় লিখলে যেনো বিতর্ক না হয়। তারপরও আমরা যার যার ভাষা শেখায় উৎসাহিত করছি।’
১৭ মে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতির অধিকার। শিক্ষাকে আমরা সবথেকে বেশি গূরুত্ব দেই। এখনও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা পিছিয়ে আছে। তাদেরও আমরা সবচেয়ে বেশি গূরুত্ব দিচ্ছি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে। আমরা আমাদের বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। তাদের সেই ভাষাগুলো আমরা খুঁজে বের করছি। সেই ভাষাতেই তারা যাতে পড়তে পারে সেই ব্যবস্থা করছি। ২০১৭ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় ৭৭ লাখ প্রাথমিক বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ- গোষ্ঠীরা যাতে মাতৃভাষায় পড়তে পারে সেই ব্যবস্থা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটও করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘শিক্ষা ছাড়া দেশ এগুতো পারে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা বৃত্তি পেলো তারা নিজের পায়ে দাঁড়াবে। আমরা বিএ.এম এমনকি পিএইচডি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করেছি। কারণ, বঙ্গবন্ধু সারাজীবন ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমরা সেই ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এজন্যই আমরা শিক্ষাকে বেশি গূরুত্ব দেই।’
আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭