২০১৬ সালের ১২ আগস্ট মুক্তি পেয়েছিল বলিউড স্টার অক্ষয় কুমারের ‘কমান্ডার’ মুভিটি। বক্স অফিসে এটি ব্যবসা করেছিল ১২৪ কোটি টাকারও বেশি। সেই চলচ্চিত্রে ‘কমান্ডার রুস্তম পাভরি’ চরিত্রে অভিনয়ের জন্যেই শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারও পান অক্ষয়।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ২ বছর পর সেই কমান্ডার মুভির জন্যই ফের লাইমলাইটে জনপ্রিয় এই অভিনেতা। রুস্তম মুভিতে অক্ষয় নৌ-বাহিনীর যে ইউনিফর্মটি পরেছিলেন, ওয়েবসাইটের নিলামে তার দাম পাঁচ কোটি টাকা ছাড়িয়েছে।
‘জেনিস ট্রাস্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্যে অর্থ সংগ্রহ করতে অনলাইন নিলামে আসেন অক্ষয় কুমার। রুস্তম মুভির ইউনিফর্মটি নিলামে দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, www.saltscout.com নামের ওয়েবসাইটে এখনও চলছে নিলাম। নিলাম শেষ হওয়ার তারিখ ২৬ মে। ২০ হাজার টাকা দিয়ে নিলাম শুরু হয়েছিল। এ পর্যন্ত রুস্তম পাভরির পোশাকের দাম উঠেছে ৫ কোটি ২৫ লাখ ১ হাজার টাকা।
SaltScout.com-এর প্রতিষ্ঠাতা কোমল হিরানন্দানি এক সাক্ষাত্কারে জানান, ‘আশ্চর্যরকমভাবে বেশি প্রশ্ন এবং বেশি অংকের দর এসেছে ভরতপুরের মতো ছোট শহরগুলি থেকে।’ এই নিলাম থেকে যা টাকা উঠবে, তার পুরোটাই দেয়া হবে জেনিস ট্রাস্টকে।
শুধু অক্ষয়ের পোশাকই নয়; ওয়েবসাইটটিতে নিলামের জন্য দেয়া হয়েছে অনুষ্কার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুভির জ্যাকেট, হৃত্বিক রোশনের কৃষ-এর জ্যাকেট, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে রণবীর কাপুরের পরা চেক শার্ট এবং খুবসুরত ছবিতে সোনম কাপুরের পোশাক।
এস/