অগ্নিকান্ডের জন্যে ‘অপরাধমূলক অবহেলাকে’ দায়ী করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাইবেরিয়ান নগরী কেমারোভোর শপিং মলে অগ্নিকান্ডের জন্যে ‘অপরাধ মূলক অবহেলাকে’ দায়ি করেছেন।

ক্রেমলিন এক বিবৃতিতে একথা জানিয়েছে। ওই ঘটনায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র।

মঙ্গলবার পুতিন কেমারভোর কর্মকর্তাদের বলেন, ‘এখানে কি হয়েছে? সেখানে কোন সশস্ত্র জিম্মির ঘটনা ঘটেনি। এটা অপ্রত্যাশিত মিথেন গ্যাস নির্গমনের ঘটনাও নয়। শিশুসহ সাধারণ মানুষ এখানে অবকাশ কাটাতে আসেন।’
তিনি আরো বলেন, ‘আমরা এই ঘটনায় অনেক মানুষ হারিয়েছি। কি জন্য? কারণ দায়িত্ব পালনে অপরাধমূলক অবহেলা করা হয়েছে।’

এমআর/