অগ্নিকান্ডে পোল্যান্ডে ৫ জন নিহত

পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় কোসজালিন শহরে শুক্রবার একটি ঘরে খেলার সময় অগ্নিকান্ডে পাঁচ কিশোরীর মৃত্যু ও এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াশিম ব্রুদজিনস্কি সম্প্রচার কেন্দ্র টিভিএন২৪’কে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের বয়স ১৫ বছর। তারা সেখানে জন্মদিন পালন করছিল।’ দমকল বিভাগের মুখপাত্র তমাজ কুবিয়াক নিহতদের সকলে নারী বলে নিশ্চিত করেছেন।

তিনি এএফপি’কে বলেন, ‘এই ঘটনায় মারাত্মকভাবে পুড়ে যাওয়া ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় পুলিশের প্রেস কর্মকর্তা মোনিকা কোসিক সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর হবে।

পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, তারা এখন পর্যন্ত অগ্নিকা-ের কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি। তবে তারা জানান, বিকেলে এই অগ্নিকান্ড ঘটে।