অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পে উদ্ধার অভিযান পরিচালনার জন্য যন্ত্রপাতির উন্নতিকরণে ১ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
গতকাল ২১ জুন সংসদে সরকারি দলের সদস্য পনির উদ্দিন আহমেদের লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বর্তমানে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্পে উদ্ধার কাজের যন্ত্রপাতি উন্নতিকরণের জন্য ১ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই বাস্তবায়ন করা হবে।’
সরকারি দলের অপর সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দাকোপ উপজেলায় স্মরণকালের আইলায় ক্ষতিগ্রস্ত কিছু সংখ্যক পরিবার এখনও বেড়ি বাঁধের উপর টং ঘরে বসবাস করছেন। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে টিআর কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে দাকোপ উপজেলায় ২৪টি ঘর এবং বটিয়াঘাটা উপজেলায় ২২টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে।