যেকোনো সময় দ্বীপের জীবিত আগ্নেয়গিরিটিতে লাভা উদগীরণ শুরু হতে পারে এমন আশঙ্কায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল পর্যন্ত পর্যটনের জন্য বিখ্যাত এই দ্বীপ থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া আগ্নেয়গিরির পর্বত ওগাং থেকে সকল অধিবাসী ও পর্যটককে কমপক্ষে ৯ কিলোমিটার দুরত্বে থাকতে অনুরোধ করা হয়েছে।
দেশটির ভূ-পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, আগ্নেয়গিরির ভেতরে কম্পন শুরু হয়েছে। এছাড়া লাভার স্তরও অনেক উপরে উঠে এসেছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তা সুতোপো পুরোও নুগরোহো বলেন, যদি উদগীরণ হয়ই তবে এর বিকিরণের এলাকা থাকবে প্রায় ৯ কিলোমিটার পর্যন্ত। ওই এলাকায় মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির ভূ-পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, আজ শনিবার সকালে ওই আগ্নেগিরির আশেপাশের ভূ-তাত্ত্বিক জরিপে দেখা গেছে সেখানে উদগীরণের সম্ভাবনা প্রবল।
ভূ-পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, এবার উদগীরণের এলাকা আরও বিস্তৃত হতে পারে। তবে ঠিক কখন বা সত্যি সত্যি উদগীরণ হবে কিনা তা নিশ্চিত করে কিছু বলেনি ভূ-পর্যবেক্ষণ দপ্তর।
এই কারণে ওই শহরের বিমানবন্দরের কার্যক্রম এখনও স্বাভাবিক রয়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে।
এর আগে ১৯৬৩ সালে সক্রিয় এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতে কমপক্ষে ১০০০ মানুষ মারা যায়।
আজকের বাজার: এলকে / এলকে ২৩ সেপ্টেম্বর ২০১৭