অঙ্গ সংযোজন অনিয়মে বাড়লো জরিমানা, কমলো জেল

অঙ্গ সংযোজন ক্ষেত্রে অনিয়ম হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে মানবদেহে অঙ্গ-প্রতঙ্গ সংযোজন (সংশোধন) আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে এ আইনে সবোচ্চ শাস্তি ছিল ৭ বছরের জেল এবং ৩ লাখ টাকা জরিমানার বিধান ছিল।

১৭ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আশরাফ শামীম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, খসরা আইনে অঙ্গ-প্রতঙ্গ বলতে কিডনি, হৃদপিণ্ড, ফুসফুস, অগ্নাশয়, অস্থি, চক্ষু, অন্ত্র, যকৃতকে বুঝাবে। এসব সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে অনুমোদিত হাসপাতালগুলোতে বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল বোর্ড থাকবে। এই বোর্ড গঠনের জন্য সরকারের অনুমতি নিতে হবে।

সংশোধনী আইনে নিকটাত্নীয়দের সজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে। মানব অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনেরর ক্ষেত্রে অবৈধ ব্যবসা ও পাচার বন্ধে এই আইন সংশোধন করা হয়েছে।

আজকের বাজার: আরআর/১৭ জুলাই ২০১৭