হলিউডে যে আগুন লেগেছিল তা এবার ছড়িয়ে পড়েছে বলিউডে। কখনও গায়ক, তো কখনও পরিচালক, 'মি টু' ঝড়ে একের পর এক খুলছে বলিউড পাড়ার ভন্ড মুখোশ।
বহু বছরের চেপে রাখা ক্ষোভ তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলিপাড়ার বুকে। এবার নিশানায় সালমান খান।
নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন অত্যাচার নিয়ে সাবেক বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা বলেন, আমাকে ধর্ষণ করেছেন সালমান খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও পোষ্ট করে নিজের তিক্ত সেই অভিজ্ঞতার কথা জানালেন সকলকে।
তিনি জানান, সালমান খান ও তার ভাই আরবাজ ও সোহেল আমাকে ধর্ষণ করেন। যার ফলে আমি শারীরিক ও মানসিক ভাবে এতটাই ভেঙে পরি, যে আর ফিরতে পারিনি।
তিনি আরও বলেন, আমার ওপর কালো জাদু করা হয়েছিল। মেয়ের ক্যারিয়ারের জন্য যা করেছিলেন শত্রুঘ্ন সিংহা ও তার স্ত্রী। শুধু তাই নয় আমার ফোন ও ল্যাপটপ হ্যাক করেন বর্ষীয়ান এই অভিনেতা।"
পূজার ভিডিওটি শোরগোল ফেলে দিয়েছে বলিউডে। অনেকে সালমান খানের নামে এফআইআর দায়ের করতে বলেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সিআর পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন পূজা। কিন্তু সেবার চাপা পড়ে যায় বিষয়টা।
আজকের বাজার/এএল