অজিদের বিপক্ষে ৩২২ রানের জয় দ.আফ্রিকার

নানা ঘটনার জন্ম দিয়েই শেষ হলো কেপটাউন টেস্ট। বল টেম্পারিং কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে মাঠের পারফরম্যান্সেও হতাশায় ডুবেছে অস্ট্রেলিয়া। সিরিজের ৩য় টেস্টে ৩২২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

৫ উইকেটে ২৩৮ রান নিয়ে ৪র্থ দিন ব্যাটিং করতে নামেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান ডিভিলিয়ার্স ও কুইন্টন ডি কক। আগের দিন ৫১ রানে অপরাজিত থাকা ডিভিলিয়ার্স, খুব বেশিদূর এগোতে পারেননি। আউট হয়েছেন ব্যক্তিগত ৬৩ রানে।

ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে ৬৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ডি কক। ফিল্যান্ডারের ব্যাটে আসে ৫২ রান। শেষ পর্যন্ত ৩৭৩ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৪৩০ রানের টার্গেট ছুঁড়ে দেয়, প্রথম ইনিংসে ৫৬ রানের লিড নেয়া দক্ষিণ আফ্রিকা।

জবাবে, সব বিতর্কের চাপ সামলে ব্যাট হাতে ভালোই জবাব দিতে থাকেন ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। কিন্তু দলীয় ৫৭ ও ব্যক্তিগত ৩২ রানে ওয়ার্নার আউট হবার পর ধস নামে অজিদের ব্যাটিং অর্ডারে।

প্রোটিয়া বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি সফররতরা। শেষ পর্যন্ত ১০৭ রানে অলআউট হয় তারা। ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মরনে মরকেল।

এস/