অ্যাশেজ সিরিজে নিজেদের ‘রানিং বিটুইন দ্য উইকেটের’ উন্নতি ঘটাতে চায় অস্ট্রেলিয়া। এই জন্য জামাইকান দৌড়বিদ উসাইন বোল্টকে ‘রানিং’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। কোচ হিসেবে যোগ দিয়ে অজি ক্রিকেটারদের দৌড় শিখাচ্ছেন সাবেক এই ট্র্যাকের রাজা।
অস্ট্রেলীয় ক্রিকেট দলের রানিংয়ে আরও গতি আনাই বোল্টের কাজ। ক্রিকেটারদের দৌড়ে গতি বাড়ানোর ব্যাপারে বোল্ট বলেন, ক্রিকেটে দৌড়ে গতির অভাব দেখি। বিশেষ করে রান নেওয়ার সময় তো গতি আরও বাড়ানো যেতে পারে। ব্যাটসম্যানরা রান নেওয়ার সময় দৌড়ই শুরু করেন দেরিতে। এটা ঠিক করতে পারলে দলের জন্য কিন্তু ভালো হবে। অস্ট্রেলীয় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব বলেন, অ্যাশেজের আগে রানিং বিটুইন দ্য উইকেটের ব্যাপারে বোল্টের পরামর্শ দারুণ কাজে আসছে। ‘রানিং বিটুইন দ্য উইকেট আরও গতি আনার ব্যাপারে বোল্ট আমাদের পরামর্শ দিচ্ছেন।
বোল্টের মতে দৌড়ে প্রথম ২-৩টি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপগুলো ঠিকভাবে দিতে পারলে দৌড়টা সহজ হয়ে যায়।
অলিম্পিকে ৮টি সোনার পদক জিতেছেন জামাইকান এই কিংবদন্তি। ২০০৮ সালে বেইজিং, ২০১২ সালে লন্ডন আর ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ৬টি সোনা। পাশাপাশি লন্ডন ও রিওর রিলের ২টি সোনা জেতেন বোল্ট। আর লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে অংশ নিয়ে গত আগস্টে অবসর নিয়েছেন ৩১ বছর বয়সী জামাইকান দৌড়বিদ। ওই আসরে ক্যারিয়ারের শেষ দৌড়ে ১০০ মিটার স্প্রিন্টে হেরে যান বোল্ট।
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭