মিয়ানমারের স্বশাসিত নাগা এলাকায় নানিউন উপশহরে অজ্ঞাত রোগে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার মঙ্গলবার একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, ওই শহরের কাছে উইলান গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। ছোট ঘনবসতিপূর্ণ এ গ্রামটিতে ৬শ’ লোক বসবাস করছে। পরে রোগটি শানহেপাউকুন গ্রামেও ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিভাগ এ রোগের ধরণ সনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তারা আক্রান্ত এলাকায় স্বাস্থ্য কর্মী পাঠিয়েছে।