ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু ও ৩ জন অসুস্থ হওয়ার ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের(আইইডিসিআর)৪ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ দল। সকাল ৯টায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে মৃতদের বাড়ি ও আশপাশের এলাকা থেকে নমুনাও সংগ্রহ করেছেন তারা। এর আগে সোমবার রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞ দল।
বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন- মেডিকেল কর্মকর্তা ডাক্তার ওমর কাইয়ুম, এফটিপিবি ফেলো ডা. কাজী করিম তাহমিনা ও মেডিকেল টেকনোলজিস্ট কাজী মাসুম ও মনির উদ্দীন। তাদের সাথে ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজার রহমান সরকার, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম। ডা. মাহফুজার রহমান সরকার বলেন,‘আইইডিসিআরের টিম নমুনা সংগ্রহ করেছেন। ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন পাঠালে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ঠাকুরগাঁওয়ে অসুস্থ ৩ জন রোগীদের প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, তাদের শারীরিক অবস্থা এখন খুব ভালো। আশা করছি তারা মঙ্গলবার বাড়ি ফিরে যেতে পারবেন। স্বাস্থ্য বিভাগ সব সময় এলাকাটিকে নজরদারিতে রেখেছেন। গ্রামের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার রাতে সনগাঁও গ্রামের হাফিজুলের স্ত্রী মিনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরদিন শনিবার রাতে হাফিজুলের বড় ভাইয়ের স্ত্রী পশিনা বেগম হঠাৎ করে বমি করা শুরু করলে তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হলে রবিবার ভোরে তিনিও মারা যান। এরপর একে একে ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান