অজ্ঞানপার্টির খাবার খেয়ে বিষক্রিয়ায় সদর উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে সোমবার রাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আশুতোষ সাধু ওই এলাকার মৃত বিষন্নপদ সাধুর ছেলে। পরিবারের বরাতে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনু মালি জানান, গত রবিবার রাতে অজ্ঞানপার্টির সদস্যরা আশুতোষের বাড়িতে এসে বাড়ির সবার খাবারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে রাতে আশুতোষ সাধু ও তার পরিবার ঘুমিয়ে পড়েন। পরে রাতে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের ঘরে ঢুকে জিনিপত্র লুটপাট করে। রাতেই আশুতোষের পরিবারের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার আশুতোষকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোস্তাফিজুর রহমান বলেন,‘বিষয়টি শুনেছি। তবে আশুতোষ সাধুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান