অঞ্জু জৈন দেশের নারী ক্রিকেটের নতুন কোচ

ভারতীয় অঞ্জু জৈন বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ হয়ে আসছেন। বৃহস্পতিবার (২৪ মে) তার ঢাকায় আসার কথা রয়েছে।

বিসিবি মহিলা কমিটির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম এ তথ্য নিশ্চিত করেন।

নাজমুল আবেদিন বলেন, ‘আজ নতুন কোচের আসার কথা রয়েছে। সব ঠিক থাকলে আজই আসবেন তিনি।’

এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ছিলেন ডেভিড ক্যাপেল। তার মেয়াদ শেষ হলে তিনি দেশে ফিরে যান।এরপর থেকেই কোচ শুন্য রয়েছে নারী ক্রিকেট দলের।

উল্লেখ্য, বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফে এর আগেই যোগ দিয়েছেন ভারতের দেবিকা পালশিকার ও অনুজা ডালভি।

রাসেল/