অটিস্টিক শিশুদের পাশে দাড়িয়েছে মার্কেন্টাইল ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর পাশে দাড়িয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সোয়াক কে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে এই ব্যাংকটি।

বুধবার (০৮ আগস্ট ২০১৮) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা সোয়াক-এর চেয়ারপারসন সূবর্ণা চাকমাকে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন ও আদিল রায়হান, এসইভিপি ও সিএফও ডঃ মোঃ নুরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

বিজ্ঞপ্তি/জাকির