অতর্কিত হামলায় নাইজারে মার্কিন কমান্ডো সহ নিহত ৭

অতর্কিত হামলায় নাইজারে মোতায়েন মার্কিন কমান্ডো বাহিনীর তিন সদস্য নিহত এবং দুই জন আহত হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যৌথ টহল দলের ওপর চালানো এ হামলায় নাইজারের পাঁচ সেনা নিহত হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, উভয় পক্ষের আরও কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মালির সীমান্তের কাছে এ হামলা চালানো হয়েছিল।

খবরে বলা হয়, হতাহত মার্কিন সেনারা দেশটির খ্যাতনামা কমান্ডো বাহিনী গ্রিন ব্যারেটেসের সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজের চিফ স্টাফ জন কেলি এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন।

নাইজারের কূটনৈতিক সূত্র থেকে জানানো হয়েছে, হামলাকারীরা মালি সীমান্ত অতিক্রম করে দেশটিতে ঢুকেছে।

মালিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারাম এবং আল-কায়েদার জোরালো উপস্থিতি রয়েছে।

আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭