বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শনিবার সাউদাম্পটনে অতিরিক্ত লেগ বিফোরের আবেদন করায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে শাস্তি দিয়েছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোহলির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে।
কোহলির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয় এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রডের জরিমানা মেনে নেন ভারত অধিনায়ক। ফলে শুনানির প্রয়োজন পড়েনি।
আফগানদের বিপক্ষে সাউদাম্পটনে মাত্র ২২৪ রান সংগ্রহ করা ভারত পরাজয়ের শংকায় পড়লে ম্যাচটি জিতে যায়। তবে ২৯তম ওভারে লেগ বিফোরের আবেদন করে কোহলি আম্পায়ার আলিম দারের দিকে এগিয়ে যান। ব্রড এটাকে আক্রমণাত্মক হিসেবে বিবেচনায় নেন।
বুমরার করা ওই ওভারের একটি বল আফগান ব্যাটসম্যান রহমত শাহর প্যাডে লাগে। ভারত রিভিউ নিয়েও ব্যর্থ হয়। যদিও ওই ওভারেই রহমত শাহ এবং হাসমতুল্লাহকে আউট করেন।
জরিমানার পাশাপাশি কোহলির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে নতুন আইন করার পর দ্বিতীয়বারের মতো ডিমেরেট পয়েন্ট পেলেন কোহলি।
এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন কোহলি।
আজকের বাজার/এমএইচ