সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল অফিসারস অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ৬ অব ১৯৭২) এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান