পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া ১১ জন ডিআইজি হলেন-নিবাস চন্দ্র মাঝি, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন-অর-রশীদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, ও মোহাম্মদ আব্দুল ফয়েজ।
বদলি হওয়া ১১ অতিরিক্ত ডিআইজি-মো. রফিকুল ইসলাম, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মঈনুল হক, টি. এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।
আজকের বাজার/এমএইচ