সরকারি সফরে বর্তমান লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক শোক-বার্তায় কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক-বার্তায় প্রধানমন্ত্রী নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রৌশন আরা দুর্ঘটনাস্থলে নিহত হন। এ সময় গাড়িতে থাকা কমান্ডার (এসপি) ফারজানাসহ ৩ জন আহত হন।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় রাজধানী কানশাসায় একটি বেসরকারি লরি ও তাদের গাড়ির মুখোমুখি ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।