অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান।
মৃত শিক্ষার্থী হলেন- আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুহতাসিম রাফিদ খান এবং অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তুর্য রায়।
প্রক্টর অধ্যাপক লুতফর রহমান জানান, ওই দুই ছাত্র বিশ্ববিদ্যালয়ের পাশে রামচন্দ্রপুর এলাকার একটি মেস বাসায় থাকতো।
তিনি আরও জানান, শুক্রবার রাতে মদপান করে তারা দুজন অসুস্থ হয়ে পড়ে বলে জানতে পারি। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মুহতাসিম রবিবার ভোর ৪টারর দিকে এবং তুর্য সকাল ৮টার দিকে মারা যায়।
আজকের বাজার/এমএইচ