স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্প (এলজিএসপি-৩) পরিচালক অতিরিক্ত সচিব সরদার সরাফত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
জানা গেছে, সরাফত আলী রাত থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন। সকালে স্বজনরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সরাফত আলী এর আগে বিমান মন্ত্রণালয়ের উপসচিব এবং ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এদিন বাদ আসর সচিবালয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিজ বাড়ি গোপালগঞ্জে ব্যাংকপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজকের বাজার/শারমিন আক্তার