অতিরিক্ত সচিব হলেন ১২৮ জন

যুগ্ম-সচিব থেকে প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২৮ জন। সোমবার ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১২৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

এ পদোন্নতির ফলে এখন প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা ৫৬০ জনে দাঁড়ালো। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা শতাধিক বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৬৭ কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পান।

আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭