সুইডেনের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে স্পেন পৌঁছে গেল ২০২০ ইউরোর মূল পর্বে। মঙ্গলবার টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচে স্পেনের এক পয়েন্টের প্রয়োজন ছিল ইউরোর মূল পর্বে খেলার জন্য।
ম্যাচের ৫০ মিনিটে মার্কাস বার্গের গোলে স্পেন পিছিয়ে পরলেও ৯২ মিনিটে রদ্রিগোর গোল করে সমতায় ফেরে স্পেন। স্পেন ১-১ ড্র করেই মূল পর্ব নিশ্চিত করে ফেলে স্পেন। গ্রুপ ‘এফ’-এ শীর্ষে থেকেই (৮ ম্যাচে ২০ পয়েন্ট) ইউরো খেলবে তারা। রদ্রিগো ম্যাচের পর বলছেন, “আমরা যদি প্রতি ম্যাচে জিততে না-পারি তাহলে সবাই বলবে আমরা ভাল খেলছি না। কিন্ত ফুটবলে এরকমটা হতে পারে না। কিন্তু বড় ব্যাপার হলো যে, আমরা ইউরোর জন্য কোয়ালিফাই করেছি। এবার আমাদের আরো উন্নতি করতে হবে।”
আজকের বাজার/লুৎফর রহমান