ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
রোববার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানানয়।
আবহাওয়া অধিদপ্তরের মতে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আজ সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ – ৮৮ মি.মি) থেকে অতিভারী (৮৯ মি.মি) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আরজেড/