অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, সেখানে ‘দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে ছয়জন শহীদ ও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের তুলকারেমের থাবেত সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তুলকারেম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। সেখানে ইসরায়েলি সৈন্যরাও মোতায়েন ছিল।
এ অভিযানের ব্যাপারে জানতে চাইলে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর তখন থেকেই অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে।
রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা যুদ্ধ শুরু হওয়ার থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ৩শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হন।