ব্যর্থতার দায় স্বীকার করে ক্যাপ্টেন্সি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল সরফরাজ আহমেদকে। তা না করায় দল থেকেই ছেঁটে ফেলা হল পাক অধিনায়ককে।
আসন্ন অস্ট্রেলিয়া সফরের টি-২০ ও টেস্ট, উভয় দলেরই ক্যাপ্টেন্সি হারালেন সরফরাজ। পিসিবি সূত্রের খবর, তাঁর ওয়ান ডে ক্যাপ্টেন্সিও কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সদ্য প্রাক্তন পাক অধিনায়কের। সরফরাজের পরিবর্তে পাকিস্তানের নতুন টি-২০ ক্যাপটেন নির্বাচিত হলেন বাবর আজম। টেস্টে পাক দলকে নেতৃত্ব দেবেন আজহার আলি।
সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ফাইনালে তারা পরাজিত করে ভারতকে। সরফরাজের অধিনায়কত্বেই পাকিস্তান বিশ্বের এক নম্বর টি-২০ দল হিসেবে উঠে আসে। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ধৈর্য্যের বাঁধ ভাঙে পিসিবির।
আজকের বাজার/লুৎফর রহমান