জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নামার আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার সিলেটে ম্যাচ পূর্ব এক সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। তবে নেতৃত্ব ছাড়লেও এখনই অবসর যাচ্ছেন না ক্যাপ্টেন ফ্যানটাস্টিক, জাতীয় দলের হয়ে আরও খেলতে চান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার নেতৃত্বেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল (প্রথম নকআউট পর্বে খেলা) এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে নেতৃত্ব দেয়ার আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মাশরাফি। তার নেতৃত্বে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। কালকের ম্যাচটি জিতলেই ম্যাশের নেতৃত্বে ৫০টি ম্যাচ জয়ের মাইলফলক পূর্ণ হবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান