শ্রীলংকা টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে প্রস্তুত লাসিথ মালিঙ্গা। সর্বশেষ বিদেশ সফর ভারতের মাটিতে দল ২-০ ব্যবধানে পরাজিত হওযার পর অধিনায়কত্ব ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে আজ জানিয়েছেন মালিঙ্গা।
দেশে ফিরে আজ সাংবাদিকদের ৩৬ বছর বয়সী মালিঙ্গা বলেন টি-২০ ভার্সনে যথেষ্ঠ ভাল করতে পারছে না শ্রীলংকা।
তিনি বলেন লংকান বোরাররা প্রতিপক্ষকে আটকে রাখতে সক্ষম পারেনি এবং একটি ম্যাচ জিততে লড়াই করার মত ১৭০ রান করতে পারেনি ব্যাটসম্যানরা।
মালিঙ্গা বলেন,‘ এটা করার সক্ষমতা আমাদের নেই।’ মাত্র এক বছর আগে অধিনায়কত্ব পাওয়ার সময় বিশ্ব র্যাংকিংয়ের নয় নম্বরে থাকা দলের কাছ থেকে ম্যাচ জয়ী পারফরমেন্স আশা করাটাও ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
তবে নিজ দলের এমন বাজে পারফরমেন্সের দায়িত্ব নিতে ‘প্রস্তুত’ বলে জানান মালিঙ্গা।
মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করে লংকা এবং ২০১৬ সালের শুরুর দিক পর্যন্ত তিনিই দলের নেতৃত্ব দেন।
তবে বিস্ময়কর ব্যপার হচ্ছে-ইনজুরির কারণে বিভিন্ন টুর্নামেন্ট মিস করে এমনকি দলে জায়গা না পেলেও পুনরায় সুস্থ হয়ে ফিরে ২০১৮ সালের ডিসেম্বরে পুনরায় অধিনায়ক নির্বাচিত হন তিনি।
মালিঙ্গা নেতৃত্ব নিয়ে দলে বিভাজন আছে বলে স্থানীয় সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়।
দলে বিভাজন সৃস্টি হয়েছে বলে প্রকাশিতক রিপোর্টে বলা হয় থিসারা পেরেরা ও এ্যাঞ্জেলো ম্যাথুজসহ সাবেক অধিনায়কদেরে সাইড লাইনে রেখেছেন মালিঙ্গা।
আজকের বাজার/লুৎফর রহমান