অধিনায়ক ওয়ার্নার, ডাক পেলেন ম্যাক্সওয়েল-ডি আর্কি

সামনে দম ফেলার সুযোগ নেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের। ইংল্যান্ডের সাথে চলতি ওয়ানডে সিরিজের পর ৭ ফেব্রুয়ারি এই দুই দলের সাথে নিউজিল্যান্ড মিলে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর মার্চ মাসের ৫ তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চার ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে সোমবার টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে অজিদের নেতৃত্ব দেবেন দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অ্যাশেজ ও ওয়ানডে সিরিজে সুযোগ না পাওয়া গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন এই দলে। বিগ ব্যাশে দারুণ পারফর্ম করে ডাক পেয়েছেন ডি’আর্কি শর্ট।

নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের অনুপস্থিতির কারণে আগেও এই দায়িত্ব পালন করেছেন ওয়ার্নার। সেখানে বেশ সফলও তিনি। তার অধীনে খেলা তিন ওয়ানডের প্রতিটিই জিতেছে দল। আর চার টি-টুয়েন্টির তিনটিই। মূলত দক্ষিণ আফ্রিকা সফরের আগে স্মিথকে বিশ্রাম দেয়ার জন্যই এই পন্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অজিদের প্রধান নির্বাচক ট্রেভর হন্স, ‘চলতি গ্রীষ্মে স্টিভ স্মিথ অনেক ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে এই ছোট বিরতিতে শারিরীক ও মানসিকভাবে চনমনে হয়ে উঠবে সে।’

অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট দল থেকে মাত্র একজন খেলোয়াড়ই আছেন এই দলে, তিনি ওয়ার্নার। দলের ভার দায়িত্বশীল কারো হাতে তুলে দেবার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন হন্স, ‘আমরা চেয়েছি টি-টুয়েন্টি দল এই সিরিজে একটা ভাল নেতৃত্ব পাক। তার অধীনে দল ভাল করবে বলে আমরা বিশ্বাস করি।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ম্যাক্সওয়েল সুযোগ না পাওয়ায় বেশ সমালোচনা হয়েছিল নির্বাচকদের। টি-টুয়েন্টি দলে ফেরায় এর নির্বাচক সাবেক অজি অধিনায়ক মার্ক ওয়ার মতে এটা ম্যাক্সওয়েলের জন্য একটা সুযোগ।

বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে দেওলে সুযোগ পেয়েছেন ডি’আর্কি। তাকে নিয়েও আশাবাদী মার্ক ওয়া, ‘ও দারুণ ফর্মে আছে। টি-টুয়েন্টি দলে ওর পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করছি।’

অস্ট্রেলিয়া দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, বেন ডরশুইস, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ডি’আর্কি শর্ট, বিলি স্ট্যানলেন, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

আজকের বাজার: সালি / ২২ জানুয়ারি ২০১৮