সংক্ষিপ্ত ভার্সনে ম্যাচ জয় বিবেচনায় অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে মাশরাফিকে পিছনে ফেললেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে ১১তম জয়ের স্বাদ পেলেন মাহমুদুল্লাহ। নেতৃত্ব দিয়েছেন ২৩ ম্যাচে। হার ১২টি। আর ২৮ ম্যাচে ১০ জয় এবং ১৭টি হার ছিল মাশরাফির।
টি-টুয়েন্টি ফরম্যাটে জয়ের দিক দিয়ে মাশরাফিকে টপকে এখন বাংলাদেশের সেরা অধিনায়ক মাহমুদুল্লাহই। এই ম্যাচে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে স্পর্শ করেন মাহমুদুল্লাহ। মাশরাফির পর সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকও। তার নেতৃত্বে ৮ জয় ও ১৪টি জয় এসেছে। মাশরাফি ও মুশফিকের অধীনে ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়।
২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ৭টি জয় ও ১৪টি হারের স্বাদ পায় টাইগাররা। এরপর ডাবল-ফিগারে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দেন মোহাম্মদ আশরাফুল। তার নেতৃত্বে ২টি জয় ও ৯টিতে হারে টাইগাররা।
১টি করে ম্যাচে নেতৃত্ব দেয়ার নজির আছে লিটন দাস ও শাহরিয়ার নাফীসের। লিটন না পারলেও, অধিনায়ক হিসেবে একমাত্র টি-টুয়েন্টিতে জয় পেয়েছিলেন নাফীস। বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচের অধিনায়ক ছিলেন নাফীস। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচে ৪৩ রানে জিতেছিলো বাংলাদেশ। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান