ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারী কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে এ ফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান।
এ বছর ৭ সরকারী কলেজের ৩ ইউনিটে (কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান) ৩২ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে ৭ কলেজের স্বতন্ত্র ওয়েবসাইটে (www.7college.du.ac.bd)
আজকের বাজার: আরএম/এলকে ১২ ডিসেম্বর ২০১৭