ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারী কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করবেন।
সোমবার ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে ১১টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল জানা যাবে ৭ কলেজের স্বতন্ত্র ওয়েবসাইটে (http://7college.du.ac.bd/)|।
উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ তারিখে বিজ্ঞান ইউনিট এবং ৯ তারিখে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজকের বাজার: আরএম/এলকে ১১ ডিসেম্বর ২০১৭