অধ্যাপক ডা: গোলাম রসুলের ইন্তেকাল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)-এর সার্জারি বিভাগের সাবেক শিক্ষক ও ফেলো অধ্যাপক গোলাম রসুল আজ রোববার ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, ৩ পুত্রসহ শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাদশার টেক জামে মসজিদ সংলগ্ন ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক ডা.গোলাম রসুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: কনক কান্তি বড়–য়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উপাচার্য ডা: কনক কান্তি বড়–য়া এক শোকবার্তায় বলেন, গুণী শিক্ষক অধ্যাপক গোলাম রসুলের অভাব পূরণ হওয়ার নয়। দেশের চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তিনি গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন। সার্জারি বিষয়ে শিক্ষার প্রসার ও উন্নয়নে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান