অধ্যাপক মুনতাসির মামুন হাসপাতালে ভর্তি

প্রবীণ ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কারণে রবিবার সন্ধ্যায় নগরীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কোভিড-১৯ দলের নেতৃত্বে থাকা চিকিৎসক ডা. মাহবুবুর রহমান ইউএনবিকে বলেন, মুনতাসির মামুনের অবস্থা ভালো নয়।

‘আমরা যত দ্রুত সম্ভব তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়ার চেষ্টা করছি,’ যোগ করেন ডা. মাহবুবুর রহমান।

মুনতাসির মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার)।